মানবিক আবেদন
একটি পরিবারের সাহায্যের আবেদন
৳500 raised of ৳10,000 goal 5.00%- 1 Donation
- Finalized
- 0 Likes
Campaign Ended!
নাম- আবু সৈয়দ, বাড়ি- দোহাজারী।
উনি একজন দিনমজুর। দোহাজারিতে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, মাঝেমধ্যে মাহিন্দ্রা গাড়িও চালান। তার দুটি সন্তান রয়েছে। ছেলে ওমর গনি এমইএস কলেজে পড়ে।
মেয়ে এবার দোহাজারি স্কুল থেকে এসএসসি পাস করেছে। গত পরশু কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নির্মানাধীন একটি বাড়ির দেয়াল অনাকাঙ্ক্ষিত ভাবে তাঁর গায়ের উপর ভেঙে পড়লে তাঁর দু'পা ভেঙে যায়। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ২৭ নং সিটে চিকিৎসাধীন আছেন।
তার পরিবারে ওনিই ছিলেন একমাত্র উপার্জনাক্ষম। এখন তাঁর পরিবার সম্পুর্ন অসহায়ত্বে জীবন যাপন করতেছে। তার পরিবারবর্গ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বিকাশ & নগদ (পারসোনাল):- 01829055699
উনি একজন দিনমজুর। দোহাজারিতে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, মাঝেমধ্যে মাহিন্দ্রা গাড়িও চালান। তার দুটি সন্তান রয়েছে। ছেলে ওমর গনি এমইএস কলেজে পড়ে।
মেয়ে এবার দোহাজারি স্কুল থেকে এসএসসি পাস করেছে। গত পরশু কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নির্মানাধীন একটি বাড়ির দেয়াল অনাকাঙ্ক্ষিত ভাবে তাঁর গায়ের উপর ভেঙে পড়লে তাঁর দু'পা ভেঙে যায়। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ২৭ নং সিটে চিকিৎসাধীন আছেন।
তার পরিবারে ওনিই ছিলেন একমাত্র উপার্জনাক্ষম। এখন তাঁর পরিবার সম্পুর্ন অসহায়ত্বে জীবন যাপন করতেছে। তার পরিবারবর্গ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বিকাশ & নগদ (পারসোনাল):- 01829055699
-
Kamrul Hassan Zibon donated ৳500